ব্যস্ত সড়কে বিজ্ঞাপনের বিশাল ডিজিটাল বিলবোর্ড। আর তাতে চলছে পর্ন মুভি। অনেক পথচারী এই অদ্ভুত জিনিস দেখে ওই বড় পর্দার ছবি তুলছেন। কেউ কেউ সুযোগ বুঝে নিজের মোবাইলে সযত্নে ভিডিও করে রাখছেন।
ইরাকে ডিজিটাল একটি বিজ্ঞাপনী বিলবোর্ড হ্যাক করে সেখানে পর্ন ভিডিও প্রদর্শন করেছেন একজন হ্যাকার। রোববার দেশটির রাজধানী বাগদাদে এই ঘটনা ঘটে। বিলবোর্ডটির নিয়ন্ত্রণ নিতে না পেরে কিছুক্ষণ পর তা বন্ধ করে দেয় প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বাগদাদের উকবা বিন নাফিয়া চত্বরের ওই বিলবোর্ডটি বাগদাদের প্রাণকেন্দ্রে অবস্থিত। গুরুত্বপূর্ণ একটি স্থানে হওয়ায় অনেকের চোখে পড়ে সেই দৃশ্য। কর্তৃপক্ষের নজরে আসার পর তা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ফেলা হয় বলে জানিয়েছে সিএনএন। তবে বিলবোর্ডে অশ্লীল চিত্র প্রদর্শনের ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম শাফাক নিউজ এর প্রতিবেদনে বলা হয়, ইরাকি কর্তৃপক্ষ সাময়িকভাবে বিলবোর্ডে বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হ্যাকিংয়ের শিকার হতে পারে এই আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত তাদের।
ইতোমধ্যে সেই হ্যাকারকে গ্রেপ্তার করেছে ইরাকের পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে এই বিলবোর্ডের মালিকের সঙ্গে আর্থিক দ্বন্দ্ব থাকায় ওই হ্যাকার এই কাজটি করেছেন।