ভারতের মিজোরামে নির্মীয়মাণ রেলসেতু ভেঙে দুর্ঘটনা। অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, পুরোদমে উদ্ধারকাজ চলছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ সেতু তৈরির কাজ চলাকালীনই আচমকা নির্মীয়মাণ অংশ ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়েন অনেকে। অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক সেই সময় ওখানে কাজ করছিলেন।
এখনও পর্যন্ত ১৭টি লাশ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা গিয়েছে। ভিতরে আরও অনেকে আটকে পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা।
আইজলে ব্রিজ-বিপর্যয় নিয়ে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মালদহ থেকে বেশ কয়েক জন সেখানে কাজ করতে গিয়েছেন। তাদের অবস্থা জানার জন্য তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে।