প্রতিটা বাবা মায়ের স্বপ্ন শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা। সন্তানের সঠিক ভবিষ্যৎ গড়ার জন্য সব মা-বাবা নানা ত্যাগ করে থাকেন। এমনকি অনেক সময় সাধ্যের বাইরে গিয়ে ও অনেক পদক্ষেপ নিতে হয়। কিন্তু, নানান প্রচেষ্টা সত্ত্বেও অনেক সময় শিশুরা বড় হয়ে ভুল পথে চালিত হয়। আজ রইল এ নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য। শিশুদের সব সময় এই পাঁচ বিষয় শিক্ষা দিন। এতে তার ভবিষ্যৎ হবে উন্নত। দেখে নিন কী কী।
শিশুকে সামাজিক করে তুলুন। সবার সঙ্গে মেলামেশা করতে শেখান। সব বয়সী শিশুদের সঙ্গে মেশান। তেমনই আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করান। আজকাল অধিকাংশ শিশু একা একা বড় হয়। সে কারণে এদের মধ্যে লাজুক ভাব থাকে। এই লাজুক ভাব কাটিয়ে তুলতে সোচ্চার হন। তেমনই একা থাকার কারণে অনেক শিশু একাকীত্ম্যে ভোগে। আপনার শিশুর সঙ্গে যেন এমন জিনিস না হয় সেদিকে খেয়াল রাখুন।
শৃঙ্খলা বোধ শেখান শিশুকে। তাদের সবসময় শিক্ষা দিন এই বিষয়। কোন স্থানে কতটা কথা বলা উচিত, কেমন আচরণ করা উচিত, এই সব প্রসঙ্গে শিশুকে শিক্ষা দিন। তা না হলে সে ভুল পথে চালিত হবে। সে ভুল কিছু করলে যেমন তাকে শাসন করবেন তেমনই ঠিকটাও শেখাবেন। তা না হলে শিশুর মধ্যে নানান জটিলতা তৈরি হবে।
দায়িত্ব নিতে শেখান আপনার শিশুকে। ছোট থেকে এই শিক্ষা দিন। দায়িত্ব নিতে শেখা কিংবা নিজের কর্তব্য পালন করতে শেখা প্রতিটি সন্তানের জন্য প্রয়োজন। এতে তার ভবিষ্যৎ হবে উন্নত। ছোট থেকে এই শিক্ষা দিলে বড় বয়সে গিয়ে সে পিছ পা হবে না।
সন্তানের শোনার অভ্যাস তৈরি করুন । অধিকাংশের মধ্যে এই সমস্যা দেখা যায়। অন্যের কথা শুনতে চান না অনেকে। সবার সব কথা মন দিয়ে শোনা কতটা প্রয়োজন, তা শিক্ষা দিন ছোট থেকে। তা না হলে শিশুরা বড় হয়ে ভুল পথে চালিত হবে। সঠিক ভবিষ্যৎ গড়তে সবার থেকে মতামত নেওয়া প্রয়োজন। অবশ্যই শিশুকে এই শিক্ষা দিন।