বিজ্ঞান ও প্রযুক্তি

কীভাবে খুঁজে পাবেন হোটেল রুমের গোপন ক্যামেরা

মোহনা অনলইন

সাম্প্রতিক সময়ে হোটেলের রুমে গোপন ক্যামেরা রেখে অসাধু চক্র মানুষকে ব্ল্যাকমেইল করছে। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অভিনব কায়দা ব্যবহার করছে এসব অপরাধীরা। আপনার সঙ্গে বড় বিপদ ঘটার আগে সতর্ক হোন। হোটেলের রুমে ক্যামেরা লুকানো আছে কিনা কীভাবে বুঝবেন?

অনেক সময় দেখা যায় হোটেল রুম কিংবা শপিং মলে ট্রায়াল রুমে গোপন ক্যামেরা লাগিয়ে মানুষের ব্যক্তিগত ভিডিও ধারণ করে। সমাজের বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ এমন কাজ বহুদিন থেকেই করে আসছে। তাদের টার্গেট থাকে মূলত নারীরা।

ট্রায়াল রুম কিংবা হোটেলের রুম, বাথরুমে গোপন ক্যামেরায় ধারণ করছে ভিডিও। এরপর তা দিয়ে নারীদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। হোটেল হোক বা ড্রেসিং রুম, লুকানো ক্যামেরা রাখা এই যুগে এনিয়ে দুশ্চিন্তা অমূলক কিছু নয়। প্রযুক্তিকে হাতিয়ার করে কীভাবে অসাধু কাজ করা যায় তারই নিদর্শন গোপন ক্যামেরা।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন কীভাবে আপনি খুব সহজেই ঘরের গোপন ক্যামেরা খুঁজে পাবেন। একটু বুদ্ধি খাটালে এই গোপন ক্যামেরা খুঁজে বের করতে পারবেন। গোপন ক্যামেরা যতই ছোট হোক তা লুকানো সহজ নয়। যেখানেই যান প্রথমে পরীক্ষা করে নিন কোথাও কোনো ক্যামেরা লুকানো রয়েছে কি না।

লুকানো ক্যামেরা শনাক্ত করতে হোটেলের সব আলো নিভিয়ে দিন। ঘর সম্পূর্ণ অন্ধকার হয়ে গেলে ফ্ল্যাশচালু করুন। লুকানো ক্যামেরায় ফ্ল্যাশ লাইট পড়লেই সঙ্গে সঙ্গে প্রতিফলিত হতে শুরু করবে।

নিজের ফোনের ব্লু টুথ অন করলে চারপাশের সক্রিয় ডিভাইস দেখতে পাবেন। সেভাবেও বুঝতে পারবেন কিন্তু।

তবে ইদানিং অনেক প্রতারক ব্লুটুথ এর মাধ্যমে গোপন ক্যামেরা চালায়। আপনার মোবাইলের ব্লুটুথ অন করে কাছাকাছি কী কী ডিভাইস আছে পরীক্ষা করুন। অনেক সময় প্রতারকরা আয়নার পেছনে লুকিয়ে রাখে গোপন ক্যামেরা। সেই ক্যামেরা পরীক্ষা করার একটি পদ্ধতি আছে। আয়নার উপর চেপে ধরুন আপনার হাতের আঙুল। আঙুল ও আঙুলের প্রতিফলনের মধ্যে যদি ফাঁক থাকে তাহলে ভালো করে পরীক্ষা করে দেখুন কেননা সেখানে থাকতে পারে গোপন ক্যামেরা।

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button