সোশাল মিডিয়ার মেসেজ বক্সে আমরা অনেক সময় মনের ভুলে বা ইচ্ছাকৃত অপ্রাসঙ্গিক বার্তা, ছবি বা ভিডিও মেসেজ আদান-প্রদান করে ফেলি। অবশ্য পরবর্তীতে মুছে ফেললেও প্রাপক বুঝতে পারে যে কিছু মুছে ফেলা হয়েছে। এ ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতির তৈরি হয়।
তবে ইনস্টাগ্রামের আনসেন্ড সুবিধা ব্যবহার করে চাইলেই পাঠানো বার্তা ফিরিয়ে আনা যাবে।
ইনস্টাগ্রামে পাঠানো বার্তা ফেরত আনার জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপের ওপরে থাকা মেসেজ বক্সে ক্লিক করে ইনবক্সে প্রবেশ করতে হবে। এরপর যে ব্যক্তিকে বার্তা পাঠানো হয়েছে, সেই ব্যক্তির সঙ্গে আদান-প্রদান করা তথ্যের চ্যাট বক্সে প্রবেশ করতে হবে। এবার ভুল করে পাঠানো বার্তা, ছবি, ভিডিও বা ইমোজি ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখলেই একটি পপআপ বক্স দেখা যাবে। এরপর আনসেন্ড বাটনে ট্যাপ করে পুনরায় আনসেন্ড বাটনে ক্লিক করতে হবে।