জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব হওয়ায় বর্তমান বিশ্ব ঝুঁকে পড়েছে বৈদ্যুতিক গাড়ির দিকে। যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা বেশ আগে থেকেই বৈদ্যুতিক গাড়ি প্রস্তুত করে আসছে। এবার স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা শাওমি নিয়ে এসেছে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘শাওমি এসইউ৭’।
জানা গেছে, গাড়িটি ঘন্টায় ২৬৫ কিলোমিটার গতি তুলতে পারবে। শাওমি তাদের এই ইলেকট্রিক গাড়ির দুটি ভার্সনের লুক প্রকাশ করেছে— একটি লিডার সহযোগে এবং অপরটি লিডার ছাড়া। দুটি পাওয়ারট্রেইন অপশন থাকছে গাড়িটির— আরডব্লিউডি এবং এডব্লিউডি। মোট তিনটি ভ্যারিয়েন্টে বিক্রয় করা হবে ই-সেডানটি। সেগুলো হলো এসইউ৭, এসইউ৭প্রো এবং এসইউ৭ ম্যাক্স।
আগামী মাসেই শাওমির প্রথম ইলেকট্রিক গাড়ির প্রোডাকশন শুরু হবে এবং ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকেই বাজারে পাওয়া যাবে। ইতিমধ্যেই বেইজিংয়ের কারখানায় শুরু হয়ে গিয়েছে গাড়িটির ট্রায়াল প্রোডাকশন। টেস্ট ভেহিকলগুলো এর মধ্যে আবার প্রোডাকশন লাইন ছেড়ে বেরিয়েও গিয়েছে। গাড়িগুলো চলবে শাওমি এসইউ৭ ইলেকট্রিক এসইউভিটি হাইপার ওএস অপারেটিং সিস্টেমে।
গাড়িটি আপাতত শুধুমাত্র চীনা বাজারেই পাওয়া যাবে।