অনলাইনে শিশুদের সুরক্ষা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের শুনানিতে তোপের মুখে পড়েছেন মেটার প্রধান মার্ক জাকারবার্গ। ফেসবুক আসক্তিতে ভুগে যেসব শিশুর ক্ষতি হচ্ছে তাদের বাবা-মার কাছে ক্ষমা চাইলেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
বুধবার মার্কিন সিনেটের জুডিশিয়ারি কমিটি এই টেক কর্মকর্তাদের তলব করে। এর নাম দেওয়া হয়েছিল, বিগ টেক অ্যান্ড অনলাইন চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন ক্রাইসিস। একজন সিনেটর সরাসরি অভিযোগ করেন, জাকারবার্গ এমন একটি প্রোডাক্ট নিয়ে এসেছেন, যা মানুষের মৃত্যুর কারণ হচ্ছে।
অনলাইনে শিশুদের সুরক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কী ধরনের উদ্যোগ নিয়েছে, জেরায় জাকারবার্গসহ টেকপ্রধানদের কাছে এটাই ছিল মার্কিন আইনপ্রণেতাদের জিজ্ঞাসা। প্রভাবশালী টেকপ্রধানদের কাছে সিনেটরদের এভাবে জেরা করা খুব কমই দেখা যায়।
জাকারবার্গ ও টিকটকের সিইও শাও জি চিউ স্বেচ্ছায় জেরায় অংশ নেন। তবে স্ন্যাপচ্যাট, এক্স ও ডিসকর্ডের সিইওরা শুরুতে জেরায় অংশ নিতে অপারগতা জানান। পরে মার্কিন সরকারের পক্ষ থেকে তাঁদের জেরায় হাজির থাকার জন্য আদেশ জারি করা হয়।
এরপরই ভুক্তভোগী পরিবারগুলোর সামনে সিনেটের জেরায় অংশ নেন পাঁচ সামাজিক যোগাযোগমাধ্যমের সিইওরা। এসব পরিবারের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমের আধেয়র (কনটেন্ট) কারণে তাদের শিশুসন্তানেরা নিজেদের ক্ষতি করেছে, নয়তো নিজের জীবন কেড়ে নিয়েছে। তবে জেরায় অনলাইনে শিশুদের যৌন নিপীড়নের বিরুদ্ধে সুরক্ষার বিষয়টি প্রাধান্য পায়। মেটার প্রধান নির্বাহী জাকারবার্গ সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। কারণ তিনি কংগ্রেসের সামনে অষ্টমবারের মতো সাক্ষ্য দেন।
একপর্যায়ে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ, জাকারবার্গকে একটি ইনস্টাগ্রাম পোস্ট দেখান। সেই পোস্টে শিশু যৌন নির্যাতনের কনটেন্ট দেখা যাবে বলে ব্যবহারকারীদের সতর্ক করা হয় কিন্তু তারপরও এটি দেখা যাওয়ার অপশন রাখা হয়। এ সম্পর্কে মার্ক জাকারবার্গ বলেন, তিনি বিষয়টি ব্যক্তিগতভাবে দেখবেন।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের জিজ্ঞাসাবাদের এক সময়ে মার্ক জাকারবার্গকে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ক্ষমা চাইতে আমন্ত্রণ জানানো হয়। মেটার প্রধান নির্বাহী জাকারবার্গ সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। কারণ তিনি কংগ্রেসের সামনে অষ্টমবারের মতো সাক্ষ্য দেন।
একপর্যায়ে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ, জাকারবার্গকে একটি ইনস্টাগ্রাম পোস্ট দেখান। সেই পোস্টে শিশু যৌন নির্যাতনের কনটেন্ট দেখা যাবে বলে ব্যবহারকারীদের সতর্ক করা হয় কিন্তু তারপরও এটি দেখা যাওয়ার অপশন রাখা হয়। এ সম্পর্কে মার্ক জাকারবার্গ বলেন, তিনি বিষয়টি ব্যক্তিগতভাবে দেখবেন।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের জিজ্ঞাসাবাদের এক সময়ে মার্ক জাকারবার্গকে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ক্ষমা চাইতে আমন্ত্রণ জানানো হয়।