নবীনগরে লাখ টাকার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ইব্রাহিমপুর একাডেমি চ্যাম্পিয়ন
মোহনা অনলাইন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কালঘড়া গ্রামে অনুষ্ঠিত হলো লাখ টাকার ‘টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’- জমজমাট ফাইনাল ম্যাচ স্থানীয় ক্রিকেটপ্রেমীদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। উক্ত ফাইনাল ম্যাচে ভোলাচং একাডেমি কে ১৮ রানে হারিয়ে ইব্রাহিমপুর একাডেমি চ্যাম্পিয়ন হয়।
আজ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি মহিলা দলের সদস্য ও নবীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক নায়লা ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল করিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোসলেম উদ্দিন, নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, বিএনপি নেতা খন্দকার শাহীন, শিপন খান মেম্বার, সাফিউল আলম সবুজ ,সাবেক উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক অনন্ত হীরা, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই ধরনের খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম।”
এ আয়োজনের মাধ্যমে নবীনগরের ক্রীড়াঙ্গন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।



