
জাতীয় দলের সিরিজ শেষ করেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে চলে গেলেন রিশাদ হোসেন। তরুণ এই লেগ স্পিনার প্লে-অফ পর্বের শুরু থেকে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পারবেন।
সংযুক্ত আরব আমিরাতে বুধবার রাতে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলে পরদিন সকালে লাহোর কালান্দার্সে যোগ দেন রিশাদ। গাদ্দাফি স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হবে লাহোর।
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হওয়ার আগে লাহোরের হয়ে ৫টি ম্যাচ খেলেন ২৩ বছর বয়সী এই স্পিনার। সিরিজের জন্য দেশে ফিরে আসার পর তিনি একটি ম্যাচে দলের সঙ্গে থাকতে পারেননি। এখন লাহোরে ফিরে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সাথে নতুন করে যোগ দিয়েছেন রিশাদ।
গত শনিবার শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ ম্যাচের আগে ড্যারিল মিচেলের বদলি হিসেবে লাহোরে সুযোগ পান সাকিব, যদিও তিনি ব্যাট হাতে শূন্য রানে আউট হন এবং বোলিংয়ে খরুচে ছিলেন। অন্যদিকে, সিকান্দার রাজার জায়গায় মিরাজকে নেয় লাহোর।
এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন রিশাদ। করাচির বিরুদ্ধে দুটি ম্যাচে তার শিকার ৪ উইকেট, এর মধ্যে প্রথম ম্যাচে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেওয়া তার টুর্নামেন্টের সেরা বোলিং।
এলিমিনেটর ম্যাচটি জিততে পারলে লাহোরের ম্যাচ সংখ্যা বাড়বে; নয়তো বৃহস্পতিবারই শেষ হয়ে যাবে তাদের অভিযান। তবে পাকিস্তানেই থাকবেন রিশাদ, কারণ রবিবার বাংলাদেশ দল তিন টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাবে।