আন্তর্জাতিক

মিজোরামে রেল সেতু ধসে মৃত্যু বেড়ে ২৬

মোহনা অনলাইন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এছাড়া এই ঘটনায় এখনও আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৩ আগস্ট) মিজোরাম রাজ্যের সাইরাং শহরের কাছে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১৭ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পূর্ব ভারতে নির্মাণাধীন একটি রেলওয়ে সেতু ভেঙে পড়ার পর নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৬ জনে পৌঁছেছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেতুর একটি অংশ ধসে পড়ার সময় সেখানে ৪০ জন শ্রমিক ছিলেন। সেতু ধসে পড়ার কারণ এখনও স্পষ্ট নয় এবং রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এ পর্যন্ত তিনজনকে উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে একজন আহত শ্রমিকও রয়েছে যাকে সেতুর ১০০ মিটার (৩২৮ ফুট) উচু পিলারের ওপর থেকে নামিয়ে আনতে হয়েছিল। মিজোরামের রাজধানী শহর আইজল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে কুরুং নদীর ওপর এই ঘটনাটি ঘটে।

এতে আরও বলা হয়েছে, সরকার নিহতদের নিকটাত্মীয়দের ২ লাখ রুপি করে প্রদান করবে। এছাড়া আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button