আন্তর্জাতিক

বিধ্বস্তের আগেও স্বাভাবিক ছিল প্রিগোজিনকে বহনকারী বিমান

মোহনা অনলাইন

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন ভাড়াটে সেনা দল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। সেই বিমানে ছিলেন আরও ৯ আরোহী, ছিলেন ওয়াগনার গ্রুপের উপপ্রধানও।

বুধবার (২৪.০৮.২৩) উড্ডয়নের আধঘণ্টারও কম সময়ের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। ওয়াগনারের টেলিগ্রাম চ্যানেল গ্রে জোনের দাবি, রুশ সেনাবাহিনী এই বিমানটি গুলি করে বিধ্বস্ত করেছে।

রুশ বিমান চলাচল কর্মকর্তারা জানান, এমব্রেয়ার লিগাসি নামের বিমানটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিল। বুধবার রাতে মস্কোর দক্ষিণাঞ্চলীয় এলাকা তেভারে এটি বিধ্বস্ত হয়।

বিমানটিতে সাতজন যাত্রী ও তিনজন আরোহী ছিলেন। ১০ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। এমব্রেয়ার লেগাসি নামের বিমানটি প্রিগোজিনের কোম্পানির নামে নিবন্ধন করা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের আধঘণ্টারও সময় সময়ের মধ্যে আগুন ধরে যায়। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বিবিসি জানায়, রাশিয়ার কুঝেনকিনোতে বিমানটি বিধ্বস্ত হয়।

গ্রে জোন জানায়, প্রিগোজিনের মালিকানাধীন আরেকটি বিমান মস্কোতে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাডার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ৩০ সেকেন্ড আগেও বিমানটি স্বাভাবিক অবস্থায় ছিল। এর পর আকস্মিক উড়োজাহাজটি তার উড্ডয়নের উচ্চতা ২৮ হাজার ফুট থেকে খাড়াভাবে আট হাজার ফুট নেমে যায়।

বিমান চলাচল পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ফ্লাইটরাডার২৪ এর শীর্ষ কর্মকর্তা আন পেটচেনিক বলেন, যা ঘটেছে তা খুবই দ্রুততম সময়ে ঘটেছে। এমন আকস্মিক পতনের আগে উড়োজাহাজটিতে তেমন সমস্যা ছিল না।

প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটির সম্মুখভাগ পুরোপুরি খাড়াভাবে নিচের দিকে নেমে যাচ্ছে আর এর পেছনে আগুনের কুণ্ডলী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button