বিনোদন

ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে মেয়ে এশার পোস্ট ভাইরাল

মোহনা অনলাইন

দুই সপ্তাহ আগেই না ফেরার পথে পাড়ি দিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তবে মেয়ের আবেগঘন বার্তা ঘিরে ফের আলোচনায় এলেন তিনি। ৮ ডিসেম্বর ৯০তম জন্মবার্ষিকীতে মেয়ে এশা দেওল ইনস্টাগ্রামে বাবাকে নিয়ে পোস্ট করেছেন। যা ভক্ত-অনুরাগীদেরও আবেগে শিক্ত করেছে।

 ইশা লেখেন, আমার প্রিয় পাপা… আমাদের বন্ধন, আমাদের অঙ্গীকার সবসময় সবচেয়ে শক্তিশালী। সব জন্মে, সব জগতেআমরা একসঙ্গেই থাকব। আপনি স্বর্গে বা পৃথিবীতে যেখানেই থাকুন, আমরা এক। আপাতত আমি আপনাকে খুব যত্ন করে, গভীরভাবে আমার হৃদয়ের ভেতরে সাজিয়ে রেখেছি এই জীবনের বাকি পথটা আপনার সঙ্গেই কাটাব। ইশা আরও জানান, বাবার সঙ্গে কাটানো হাসির মুহূর্ত, অন্তহীন কথোপকথন, কবিতা, ভালোবাসা সবই আজ তার জন্য অমূল্য স্মৃতি। তিনি লিখেছেন, আপনার দেয়া জীবনবোধ, শিক্ষা, ভালোবাসা, আদর, শক্তি এর কোনো তুলনা নেই। খুব কষ্ট হয়, পাপা আপনার উষ্ণ আলিঙ্গন, নরম অথচ দৃঢ় হাত, আর আমার নাম ধরে ডাকার সেই স্নেহময় কণ্ঠস্বরটাকে ভয়ংকরভাবে মিস করছি।

শেষে বাবাকে প্রতিশ্রুতি দেন ইশা। তিনি লিখেন, তোমার মন্ত্র ছিল ‘নম্র হও, সুখে থাকো, সুস্থ থাকো, শক্ত থাকো’। আমি সবসময় মেনে চলব। আর তোমার ভালোবাসা যেভাবে আমাকে ঘিরে রেখেছে, সেই ভালোবাসা যতটা পারি মানুষের কাছে ছড়িয়ে দেব। আমি আপনাকে ভালোবাসি, পাপা… আপনার ইশা, আপনার বিট্টু।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button